বঙ্গবন্ধু সেতু-ঢাকাগামী লেন বন্ধ, উত্তরে বাড়ছে যানবাহনের চাপ

Passenger Voice    |    ১১:৫৯ এএম, ২০২৪-০৪-০৯


বঙ্গবন্ধু সেতু-ঢাকাগামী লেন বন্ধ, উত্তরে বাড়ছে যানবাহনের চাপ

সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী-রংপুর মহাসড়ক দিয়ে ঢাকা থেকে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে এই সড়কে বাড়তে থাকে ব্যস্ততা। গাড়ির চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার দিকে একটি লেন আপাতত বন্ধ রয়েছে।

জানা গেছে, সেতু রক্ষণাবেক্ষণের কাজের জন্য যানবাহনের চাপ কমাতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল ১১ টার পর লেনটি আবার খুলে দেওয়া হবে বলে জানা গেছে। দু’জেলার পুলিশ ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) মিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে বিবিএ'র নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেলের মোবাইল ফোনে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এ মুহুর্তে উত্তরের জেলাগুলো থেকে ঢাকার দিকে প্রায় প্রতিটি বাসই খালি যাচ্ছে। গতকাল রাতে সেতুর পূর্ব দিকে বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় এই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। যে কারনে মঙ্গলবার সকাল থেকে গাড়ির চাপ বাড়তে থাকে।

প্যা.ভ/ত